ঢাকায় মানিকগঞ্জের ৫ ছাত্রদল নেতা আটকের অভিযোগ
রাজধানীর ঢাকায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ছাত্রদলের পাঁচজন নেতাকে আটক করার অভিযোগ উঠেছে। বিএনপির অভিযোগ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার একটি দল তাদের আটক করে।
বিএনপি জানায়, আটকরা হলেন ঘিওর উপজেলার ছাত্রদল নেতা রবিউল দেওয়ান, আকাশ, মো. অমি, রাসেল মোল্লা ও শাহরুখ।
বিজ্ঞাপন
এদিকে আটকের বিষয়টি ডিএমপির কোতোয়ালি থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাবুবাজার ব্রিজ এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। প্রথমে তারা তাদের নাম-পরিচয় পুলিশকে জানাননি। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা মানিকগঞ্জ ছাত্রদলের নেতাকর্মী। আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এমএসি/এফকে