শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ মুখগুলোতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে কি না, সে বিষয়ে সকালে সিদ্ধান্ত নেবে বিএনপিসহ বিরোধী দলগুলো।

শনিবার রাত ১১টার দিকে রাজধানীতে কর্মসূচি পালনে ‘ডিএমপি থেকে কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি’ এমন ঘোষণার বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকা পোস্ট। কিন্তু কোনো নেতাই নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি।

তবে দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, যেহেতু অনেক রাতে ডিএমপির থেকে এ নির্দেশনা এসেছে তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শনিবার (২৯ জুলাই) কর্মসূচি পালন করা কিংবা না করার সিদ্ধান্ত হবে।

বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল।

শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে রাত ১২টায় গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা পোস্টকে বলেন, এখন কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। আগামীকাল সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ / ছবি- সংগৃহীত 

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেছিলেন, ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ‘এক দফা’ দাবিতে শনিবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো।

দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় আসা নেতাকর্মীদের ধরে রাখতে অবস্থান কর্মসূচি একদিন আগেই ঘোষণা করা হয়েছিল। 

দলটির নেতারা বলছেন, আগে সিদ্ধান্ত ছিল শনিবার (২৯ জুলাই) আশুরার দিন কর্মসূচি না রেখে পরের দিন রোববার থেকে আন্দোলনের নতুন কর্মসূচি শুরু করার। কিন্তু একদিন মাঝে পড়ে গেলে মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় আসা নেতাকর্মীদের ধরে রাখা সম্ভব হবে না। একই সঙ্গে আন্দোলন নিয়ে তাদের মধ্যে যে উদ্দীপনা বিরাজ করছে তাতেও ভাটা পড়ে যাবে। তাই সবদিক বিবেচনা করে কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে। 

কিন্তু রাতে ডিএমপি থেকে অবস্থান কর্মসূচির অনুমতি না দেওয়ার ঘোষণার পর সব কিছু নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলটির শীর্ষ নেতাদের।

এএইচআর/এসকেডি