চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, মামলাটিতে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

এমআর/এসএসএইচ/