পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বিএনপির দোয়া মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ আয়োজন করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
দোয়া মাহফিল থেকেও সরকারের সমালোচনা করা হয়। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগে পদত্যাগ করুন। আগামী তিন মাস নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অনেকবার পার পেয়েছেন, এবার আর পার পাবেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করে রিজভী বলেন, যাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন কে কত অস্ত্র নিয়ে এলো ওইটা কিন্তু তারা দেখবে না। জনগণের উত্তাল আন্দোলনের সেই ঢেউয়ের কাছে কোনো আগ্নেয়াস্ত্র টিকতে পারে না। সরকারের তৈরি করা কোনো প্রাইভেট বাহিনীও টিকতে পারবে না। তাই পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই পদত্যাগ করুন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এএইচআর/এমএসএ