গুজবে পাত্তা না দেওয়ায় মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, করোনা টিকা-সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণ গুজবকে পাত্তা দেয়নি বলেই সবার মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সস্ত্রীক করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।
বিজ্ঞাপন
পরশ বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার আবশ্যকতা রয়েছে। টিকা গ্রহণ সবার জন্য অনস্বীকার্য হয়ে পড়েছে। তবে টিকা শুধু গ্রহণ করলেই হবে না, আমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, আওয়ামী-যুবলীগ গত বছর থেকে এখন পর্যন্ত করোনার এই মহাপ্রকোপ মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান (এরইমধ্যে ৪৫ লাখ অসহায়কে খাদ্য সহায়তা করা হয়েছে), করোনা-আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের দাফন করা, এই সংকটে কৃষকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যুবলীগ বিভিন্ন ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলাতেও যুবলীগ মানুষের পাশে আছে, আরও সুদৃঢ়ভাবে যুবলীগ মানুষের পাশে থাকবে।
বিজ্ঞাপন
এইউএ/জেডএস