ঢাকা-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ও ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সেই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পাওয়ায় তার অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস বইছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে মনোনয়নপ্রাপ্তদের অনুসারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

জানা গেছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর থেকে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ঢাকা-৮ আসনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কেন্দ্রের এই নেতার অনুসারীরা। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে পোস্টও করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-৮ আসনটি রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ জায়গা। এ আসনের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো হয়ে থাকে। আর এখানে ব্যবসা-বাণিজ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মন্ত্রণালয় রয়েছে। সচিব ও মন্ত্রীদের বাড়িও এখানে। সবার সহযোগিতা নিয়ে ভালো কিছু কাজ করব। মানুষের বিপদে-আপদে পাশে থাকব। জনগণের সহযোগিতা নিয়ে নীতি-নৈতিকতা বোধকে জাগ্রত করতে এবং অসাম্প্রদায়িক চিন্তার প্রসারে কাজ করব।

এমএসআই/এসএসএইচ