১২ এপ্রিলের সম্মেলনে অশুভ শক্তির হাত রয়েছে : ছাত্র ইউনিয়ন
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোনো সম্মেলন গত ১২ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হয়নি। রাজধানীর নয়াপল্টনের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ। এর পেছনে অশুভ শক্তির হাত থাকতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন নেতাদের।
মঙ্গলবার ( ১৩ এপ্রিল) কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের এক জরুরি বৈঠকের পর যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল ভাষায় বলেন, ১২ এপ্রিল ছাত্র ইউনিয়নের কোনো জরুরি সম্মেলন ডাকা হয়নি। তথাকথিত এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা ছাত্র ইউনিয়নের ঐক্য ও লড়াই সংগ্রামের অগ্রযাত্রার জন্য সুস্পষ্ট হুমকি।
তারা আরও বলেন, এ ঘটনায় উত্তেজিত না হয়ে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্র ইউনিয়নের ঐক্য বিনষ্টে যারা তৎপর তাদের চিহ্নিত করতে ছাত্র ইউনিয়নের প্রতিটি কর্মীকে সজাগ থাকতে হবে। ছাত্র ইউনিয়নের কেউ এই জঘন্য তৎপরতায় সামিল হলে ব্যবস্থা গ্রহণের আগে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের ভুল নিরসনের চেষ্টা করব। তারা যেন অনুতপ্ত হয়ে সংগঠনের ঐক্যকে সমুন্নত রেখে নীল পতাকাকে শক্তিশালী করতে পারেন সেই চেষ্টা অব্যাহত রাখাই হবে আমাদের প্রধানতম কর্তব্য।
বিজ্ঞাপন
এমটি/ওএফ