বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, অবস্থার পরিবর্তন না হলে বাসায় রেখেই তার চিকিৎসা চলবে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে ঢাকা পোস্টকে ডা. জাহিদ বলেন, কিছুক্ষণ আগেও খোঁজ নিয়েছি। ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ম্যাডামের শরীরের যে অবস্থা, সেটি যদি আগামী সপ্তাহে একই রকম থাকে, তাহলে ভয়ের কিছু থাকবে না। এখন তার শরীরের যে অবস্থা তাতে বাসায় রেখে এভাবেই চিকিৎসা চালিয়ে যাওয়া যাবে। 

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) খালেদা জিয়ার প্রকৃত শারীরিক অবস্থা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্টের জন্য তার রক্ত নেওয়া হয়। রিপোর্টে কী এসেছে জানতে চাইলে খালেদা জিয়ার আরেক ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন ঢাকা পোস্টকে বলেন, রিপোর্টের অবস্থা খুবই ভালো। তার শরীরে কোনো ইনফেকশন নেই।

ড. মামুন বলেন, আজ রোজা। তাই ইফতারের পরে ম্যাডামকে দেখতে যাবো। কিন্তু আমরা সার্বক্ষণিক তার খোঁজ রাখছি। তিনি ভালো আছেন। আগের মতই আছেন।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে দেশে ডা. এফ এম সিদ্দিকীর, ডা. জাহিদ হোসেন. ডা. মামুনের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনায় আক্রান্ত বলে জানান। একইসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। 

এএইচআর/আরএইচ