‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই গ্রহণযোগ্য হয়’
ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আমাদের দরকার একটা অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। কোনো একটি বিশেষ দল নির্বাচনে আসলো কিনা তাতে আমাদের কিছু আসে যায় না। আপনাদের সহনশীল হতে হবে এবং সবাইকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উত্তর ও দক্ষিণ লালাসরাই এলাকায় গণসংযোগের সময় এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এ আরাফাত বলেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে নির্বাচন করার দরকার নেই। বিএনপি অগ্নিসন্ত্রাস করে মানুষ মারছে। গণমানুষের সম্পদ, গণপরিবহন পুড়িয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না। অপরদিকে আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রাম করে বাংলাদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকের যে নির্বাচনী সংস্কার সেটিও আওয়ামী লীগ করেছে। ভোটার আইডি হালনাগাদ করে ১ কোটি ভুয়া ভোটার বাদ দেওয়া, স্বচ্ছ ব্যালট বক্স, ইভিএম, ভোটার আইডি, এসব কিছু আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, আগামী নির্বাচনের পরেই ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের (বিআরপি) প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। এই এলাকায় বিশুদ্ধ পানি ও রাস্তার কাজ এরইমধ্যে আমরা শুরু করেছি। নির্বাচনের পরেই এসব কাজের সুফল এই এলাকার জনগণ ভোগ করবেন। আজকের বাংলাদেশ শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি দেবেন।
বিজ্ঞাপন
এমএসআই/জেডএস