হেফাজতের কোনো নেতা হামলা, ভাঙচুরে জড়িত নয়
হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা যুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
তিনি বলেছেন, হেফাজতের কোনো নেতাকর্মী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জড়িত নয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। নুরুল ইসলাম বলেন, শুক্রবার যুবায়ের আহমদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পবিত্র রমজান মাসে এভাবে নিরপরাধ আলেমদের গ্রেফতার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি যুবায়ের আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অতিসত্বর তাকে মুক্তি দিতে হবে।
রমজান মাসে ওলামায়ে কেরামকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে দাবি করে হেফাজতের এ নেতা বলেন, কেন এ ধরনের হয়রানি করছে প্রশাসন, তা আমাদের বোধগম্য নয়। আলেম-ওলামারা মহানবী (সা.) ওয়ারিশ। তাদের সঙ্গে এ ধরনের আচরণ দেশ ও জাতীর জন্য কল্যাণকর নয়। সরকারকে এসব হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অনতিবিলম্বে গ্রেফতারর করা সব আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে।
বিজ্ঞাপন
আল্লামা নুরুল ইসলাম আরও বলেন, হেফাজতের কোনো নেতাকর্মী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ইত্যাদি কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। রাতের বেলায় বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর এভাবে হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে আমরা নিশ্চুপ বসে থাকব না। এভাবে চলতে থাকলে পরামর্শক্রমে হেফাজতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
এএইচআর/এফআর