সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আক্তার শোভাকে বহিষ্কার করা হয়। বুধবার (২১ এপ্রিল) দুপুরে মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জেরিন খান বলেন, শোভার এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

জানা গেছে, নিজের ‘ভুয়া’ অসুস্থতার কথা বলে সংগঠন ও বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়, নেশাগ্রস্ত হয়ে নিজের অর্ধনগ্ন ভিড়িও ধারণ করাসহ বিভিন্ন অভিযোগে শোভাকে মহিলা দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

‘শোভা কী ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত’ জানতে চাইলে হেলেন জেরিন খান ঢাকা পোস্টকে বলেন, কিছুদিন আগে শোভা আমাদেরকে ক্যানসারের কথা জানান। আমরা তাকে দেখতে যাই এবং তার চিকিৎসার ব্যয় বহন করার কথাও জানাই। পরে আমরা জানতে পারি তার ক্যানসার হয়নি। তিনি ক্যানসারের কথা বলে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছেন। এরপর আমরা তাকে সর্তক করি।

তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) আমাদের হাতে তার একটি ভিডিও এসেছে। সেখানে দেখা যায়, কিছুটা নেশাগ্রস্ত হয়ে নিজেই নিজের অর্ধনগ্ন ভিডিও ধারণ করেছেন। এটা নিয়ে আমাদের দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। এসব কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঢাকা পোস্টকে বলেন, বেশ কিছুদিন ধরে শোভার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অভিযোগ আসছে। এ নিয়ে সংগঠনের মধ্যে সমালোচনা হয়েছে। এর প্রেক্ষিতে আজ (বুধবার) সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এএইচআর/এইচকে