‘মাদকমুক্ত দেশ গঠনে বড় ভূমিকা রাখবে খেলাধুলা’
দেশের তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলা বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন (রিয়াজ)।
তিনি বলেন, সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। একইসঙ্গে মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রেও জোর দিতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে আওয়ামী লীগের দুই দপ্তরের প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালে তিনি এসব কথা বলেন।
রিয়াজ উদ্দিন বলেন, আজ আমরা আওয়ামী লীগের দুটি দপ্তরের নেতাকর্মীরা প্রীতি ক্রিকেট খেলায় অংশ নিয়েছি। এতে করে আমাদের মধ্যকার আন্তঃসম্পর্ক ও সৌহার্দ্য আরও বাড়বে। এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য থানাভিত্তিক ম্যাচের আয়োজন করব। এতে করে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও রাজনীতির পাশাপাশি উৎফুল্ল থাকবেন। খেলায় হার-জিত থাকবেই। সেটি বড় কথা নয়। বরং আমরা সবাই একসঙ্গে মিলে খেলায় অংশ নিচ্ছি এটিই বড় বিষয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যেই ডিভাইসে আসক্তির বিষয়টি রয়েছে। যার কারণে তারা মানসিক অবসাদ অবসন্নতায় ভোগেন। এসব থেকে অনেকেই আবার মাদকের সাথেও জড়িয়ে যান। আমরা চাই প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী একটি মাদকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে। সেজন্য তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
এর আগে সকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর টিম (ধানমন্ডি ৩/এ একাদশ) এবং ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিমের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক হিসেবে রয়েছেন উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক হিসেবে রয়েছেন দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
আরএইচটি/ওএফএ/এমএ