হেফাজত নেতা মাওলানা ইহতেশামুল হক সাখী গ্রেফতার
মাওলানা ইহতেশামুল হক সাখী
হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
বিজ্ঞাপন
মাহবুব আলম বলেন, আজ বিকেল ৫টায় তাকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবির একটি দল।
তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
বিজ্ঞাপন
এমএসি/এমএইচএস