আনোয়ারা চৌধুরী আর নেই
আনোয়ারা চৌধুরী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের শাশুড়ি আনোয়ারা চৌধুরী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিজ্ঞাপন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমা আনোয়ারা চৌধুরীর পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
বিজ্ঞাপন
অন্যদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এইউএ/আরএইচ