নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা। তাদের অভিযোগ শুনে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শনিবার (২৪ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ নিয়ে আসেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা। 

দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাদের অভিযোগ শোনেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান ও নির্বাহী কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম। 

পরে এক ফেসবুক লাইভে এসে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দাবি করেছেন বৈঠক থেকে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাকে ফোন করেছিলেন। তিনি অভিযোগকারীদের সঙ্গে সমঝোতা করতে রাজি নন জানিয়ে ফোন কেটে দিয়েছেন বলে ওই ফেসবুক লাইভে দাবি করেন আবদুল কাদের মির্জা। 

বৈঠক সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। বিষয়গুলো গোপনীয় তাই বিস্তারিত বলা যাবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নেতারা এসেছেন তাদের বিভিন্ন অভিযোগ শুনেছি। লিখিত একটি অভিযোগ উপজেলার নেতারা জমা দিয়েছেন। 

তিনি বলেন, সেখানকার বিবদমান গ্রুপের মধ্যে একটি পক্ষের অভিযোগ শোনা হয়েছে। অন্যপক্ষের অভিযোগ শুনে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে করণীয় নির্ধারণ করা হবে। 

স্বপন বলেন, অভিযোগ নিয়ে যারা এসেছেন আমি আপাতত তাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছি।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহামন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু, জেলা পরিবহন সমিতির সভাপতি আকরাম উদ্দিন সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা হাসিব আহসান আলাল, ফখরুল ইসলাম রাহাত, নুরুল করিম জুয়েল প্রমুখ।

এইউএ/ওএফ