করোনামুক্ত বাদশা
ফজলে হোসেন বাদশা
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এটি নিশ্চিত করেছেন।
গত ১৪ এপ্রিল রাজশাহীতে বাদশার কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তিনি রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। করোনা মুক্ত হওয়া পর্যন্ত এখানেই চিকিৎসা নিয়েছেন।
বাদশা তার রোগমুক্তিতে উদ্বিগ্ন দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এইউএ/এফআর