বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পতাকা

দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাধারণ মানুষ যেন বিনামূল্যে করোনার ভ্যাকসিন পায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনই বলেছেন যে, টিকা জনগণকে বিনামূল্যে দেয়া উচিত।’

রোববার (৩ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা শুনতে পারছি যে, করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার জন্য ইতোমধ্যে উচ্চ পর্যায়ের মানুষদের তালিকা প্রস্তুত হয়ে গেছে। খবর পেয়েছি যে, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে যারা সদস্য তাদের তালিকা করা হচ্ছে। আরও শুনতে পারছি, সরকারের উচ্চপদস্ত কর্মকর্তা যারা আছেন তাদের তালিকা করা হচ্ছে, মন্ত্রীদের জন্যও তালিকা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কীভাবে এই ভ্যাকসিন পাবে, কখন পাবে- সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা সরকারের কোনো দফতর থেকে এখনও পাইনি।

করোনার টিকা বাংলাদেশে কবে পৌঁছাবে তার তথ্য সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব।

করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিনের দাম ৪২৬ টাকা পড়বে। এই দাম কি সরকার দেবে নাকি জনগণকে দিতে হবে বিষয়টা ক্লিয়ার না। অবিলম্বে এই বিষয়ে সরকারের পরিপূর্ণ পরিকল্পনা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান তিনি।

তিনি বলেন, ভ্যাকসিন সংগ্রহ, বিতরণ, দাম, কত মানুষকে দেয়া সম্ভব হবে, কাদেরকে দেয়া হচ্ছে- এর একটা রোডম্যাপ অবশ্যই জনগণকে জানাতে হবে। 

‘বেক্সিমকো কত কমিশন পাচ্ছে’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনার থেকে ভ্যাকসিন কিনছে। তবে পরে তারা ফর্মুলা দেখে ভ্যাকসিন তৈরি করবে। তারপরে সেটা বেক্সিমকো বাংলাদেশে নিয়ে আসবে। আমাদের প্রশ্ন হলো- এটা তো পরিষ্কার হতে হবে জনগনের কাছে যে, এটা সরকার না কিনে বেক্সিমকো কিনলো কেন? বেক্সিমকোর কি এখানে কমিশন আছে? কত কমিশন আছে? বেক্সিমকোর কত কমিশন আছে সেটা আমরা জানতে চাই।’

তিনি প্রশ্ন তোলেন, ‘সেরামকে সরকার টাকা দিচ্ছে। কার মাধ্যমে দিচ্ছে? বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মাধ্যমে দিচ্ছে। কেন? সরকার নিজে সেরামকে টাকা দিচ্ছে না কেন?’

তিনি বলেন, ‘জনগণের জানার অধিকার আছে। একটা প্রাইভেট কোম্পানি এর মধ্যে কেন? সরকার ৬শ’ কোটি টাকা জমা দিচ্ছে। আজকে হোক, কাল হোক দিয়ে দেবে। তাহলে বেক্সিমকো এর ভেতরে কেন? এটা কি এজন্যে যে তিনি এই সরকারের উপদেষ্টা, নাকি অন্য কোনো কারণ?’

‘করোনা সংক্রমণের তথ্য সঠিক নয়’

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সরকারের দেয়া তথ্য-পরিসংখ্যান সম্পর্কে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের তরফ থেকে যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয়। অনেক মানুষ মারা যাচ্ছে বাড়িতে। তারা কিন্তু রিপোর্টও করছেন না, হাসপাতালেও যাচ্ছেন না। আমরা মনে করি যে, এটা গ্রোস নেগলেজেন্সি।’

সরকারের কাছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সঠিক পরিসংখ্যানের দাবি জানান মির্জা ফখরুল।

এএইচআর/এইচকে