ইলিয়াস আলীসহ নিখোঁজ বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১২ মে) দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারে সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দায়িত্ব ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া। যেসব বিএনপি নেতাকর্মী হারিয়ে গেছেন তাদের ফিরিয়ে দেওয়াও সরকারেরই দায়িত্ব। ইলিয়াস আলীর সন্তানরা জানে না বাবার জন্য কবরের পাশে দোয়া করবে নাকি কুলখানি করবে।

এ দেশে কেউ নিরাপদ নয় দাবি করে তিনি বলেন, যে রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে দীর্ঘকাল, সেই দলের হাতেই গত এক যুগ ধরে মানুষ নির্যাতিত হয়ে আসছে। মাঝে-মাঝে মনে হয় কে দেশ চালায়? কার ইঙ্গিতে দেশ চলছে? সরকারকে একদিন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা থেকে চলে যেতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, অল্প উন্নতি হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে গত তিন বছর ধরে আটক করে রাখা হয়েছে।

এ সময় মির্জা ফখরুল করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। এছাড়া তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

পিএসডি/এসকেডি