করোনায় বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফের মৃত্যু
চৌধুরী কামাল ইবনে ইউসুফ: সংগৃহীত ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ দুপুর ১টার দিকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ হাসপাতালে মারা গেছেন। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা জন্য তিনি হাসপাতালে ভর্তি হন।’
ফরিদপুরে পারিবারিক কবরস্থানে কামাল ইবনে ইউসুফকে দাফন করা হবে বলেও জানান শায়রুল কবির।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
এএইচআর/জেডএস