ওবায়দুল কাদের/ফাইল ছবি

গণতন্ত্র নেই বলে চিৎকার করা বিএনপির সুবিধাবাদী চরিত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার (৫ ডিসেম্বর) সড়ক ও জনপথ অধিদপ্তরে আয়োজিত প্রকৌশলী সমিতির সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। 

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা এবং অধিবাসীদের নিরাপত্তা বিধানে যে কোনো ব্যবস্থা নিতে পারে ডিএমপি। এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে। 

সভা সমাবেশ আয়োজনে অনুমতির বিষয়টি বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তারা কী ভুলে গেছে- যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন সভা সমাবেশের ওপর কী ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল?

প্রকৌশলীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। গুটিকয়েক প্রকৌশলীদের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হতে পারে না। 

 

এইউএ/এসএম