সাংবাদিক রোজিনাকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত
সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত বলে মনে করে বাংলাদেশ ন্যাপ। বৃহস্পতিবার (২০ মে) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কর্তৃক হেনস্তা, নির্যাতন, নিগ্রহ ও নথি চুরির মামলা নিয়ে তাদের পক্ষে সাফাই গেয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যকে অনভিপ্রেত, অগ্রহণযোগ্য ও হাস্যকর।
বিজ্ঞাপন
দলটির শীর্ষ দুই নেতা বলেন, সরকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য বা ফাইল নথি কোনো একান্ত সচিবের টেবিলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে না। আর যদি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য সত্য হিসেবে ধরি তাহলে এটা প্রমাণ হয়, মন্ত্রী ও তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা অযোগ্য-ব্যর্থ। এসব অযোগ্য-ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের যে অশুভ আঁতাত গড়ে উঠেছে তার পক্ষেই কথা বলেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় অনিয়ম, অব্যবস্থাপনা ও মহাদুর্নীতির আঁতুড়ঘর বলে দাবি করে তারা বলেন, টপ টু বটম সবাই দুর্নীতির সিস্টেমে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। সর্বোচ্চ নীতিনির্ধারক মন্ত্রী যে চরম ব্যর্থ সেটা দেশবাসী করোনা দুর্যোগময় সময়ে একাধিকবার প্রত্যক্ষ করেছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক কিছু সংবেদনশীল তথ্য ছাড়া জনস্বার্থে যেকোনো মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত জনগণের জানার ও প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে।
বিজ্ঞাপন
রোজিনা ইসলামকে হয়রানিতে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি করেন ন্যাপের এই দুই নেতা। তারা আরও বলেন, রোজিনার বিরুদ্ধে দায়ের করা কল্পিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এএইচআর/ওএফ