ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর এ সমাবেশ থেকে মুসলিম দেশগুলোর প্রতি মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানানো হয়েছে। 

আজ জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আলাদা সমাবেশ করে খেলাফত মজলিস, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ।

খেলাফতে মজলিসের সমাবেশ থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর পৈশাচিক হামলা, নির্যাতন ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ব বিবেককে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

সমাবেশে খেলাফতে মজলিস নেতারা বলেন, এই ঘটনায় বিশ্ব বিবেক নীরব থাকলেও বাংলাদেশি মুসলমান-শান্তিকামীরা সরব এবং ফিলিস্তিনের পাশে আছে।

 

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক কে এম আলম বলেন, জাতিসংঘ এবং ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তিকে আহ্বান জানাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য। ইসরায়েল নিজেই অবৈধ। অথচ তারা নিজেরাই অবৈধভাবে শক্তি প্রয়োগ করছে ফিলিস্তিনী নর-নারীর ওপরে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। 

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য ইসরায়েলের পৈশাচিক দখল, নিরীহ মানুষের ওপর হামলা-নির্যাতন খুনের ঘটনায় বিশ্ববিবেক এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের পাশে রয়েছে বাংলাদেশের মুসলমান শান্তিকামী মানুষ।

ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সহ-সভাপতি নুরুল হক বলেন, ইতোমধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই শুধু যুদ্ধবিরতি ঘোষণা করলেই হবে না। ফিলিস্তিনের ওপরে ইসরাইল যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে তার বিচার করতে হবে। ইসরায়েলকে বর্জন করতে হবে, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।

খেলাফতের এ সমাবেশের পাশেই একই ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ।

ওই সমাবেশে গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুস সাত্তার বলেন, ইসরায়েল শান্তিপ্রিয় ফিলিস্তিনের নারী, পুরুষ, মাসুম শিশু, যুবকসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর যে বর্বোরোচিত হামলা চালিয়ে আসছে তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো। এটা লজ্জার। তাদের নীরবতা দেখে মনে হয় তারা বোবা শয়তানের পরিচয় দিচ্ছে। তাই আমরা প্রতিবাদ সভা থেকে আলাদা মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানাচ্ছি মুসলিম দেশগুলোর প্রতি।

বক্তারা বলেন, অবৈধ দখলদার ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রীয় আগ্রাসনের মাধ্যমে যেভাবে ফিলিস্তিনের নারী পুরুষ এমনকি মাসুম বাচ্চাদের হত্যা করছে তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।

জেইউ/এনএফ/জেএস