ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়াতে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন কোনো ধরনের সংঘাতে না জড়াই, প্লিজ । বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই সাত কলেজ সংক্রান্ত বিষয় অ্যাড্রেস করতে দিন। সংঘাত সম্ভাব্য সব সমাধানকে আরো জটিল করে তুলবে। পতিত স্বৈরাচার আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘাত তৈরি করে ফায়দা লুটতে চায়। আমরা যেনো সেই সুযোগ তৈরি করে না দিই।

এএসআই/এসএন