জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ভোটার তালিকার সমন্বিত প্রকল্প খণ্ডিতকরণ বা ভোটার তালিকার ডাটাবেজ নির্বাহী বিভাগে স্থানান্তরকরণ সবই হবে সংবিধান বহির্ভূত। এটা বেআইনি এবং অসাংবিধানিক।

সোমবার (৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আ স ম আব্দুর রব বলেন, যেহেতু ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র একটি সমন্বিত প্রকল্প। সুতরাং এই সমন্বিত প্রকল্পে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বা স্থানান্তরে বড় ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টি করবে।

‘ভোটার তালিকা’ এবং ‘জাতীয় পরিচয়পত্র’ একটি ‘সমন্বিত’ প্রকল্প যা নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হচ্ছে উল্লেখ করে রব বলেন, এ প্রকল্প হচ্ছে ‘অবিচ্ছেদ্য’ এবং ‘অখণ্ডিত’ প্রকল্প। এ প্রকল্পের মালিকানা প্রজাতন্ত্রের পক্ষে কেবলমাত্র নির্বাচন কমিশনের।

তিনি আরও বলেন, ভোটার তালিকার সমন্বিত এ প্রকল্প থেকে জাতীয় পরিচয়পত্র আলাদা করার কোনো সাংবিধানিক ক্ষমতা নির্বাহী বিভাগের নেই।

এএইচআর/এসকেডি