নারী কর্মীদের নিয়ে মিথ্যাচারের ব্যবস্থা নেবে এনসিপি
নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার ও ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২০ জুন) দলটির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এ হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এনসিপির নামে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করা হচ্ছে। এসব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার করে, ভুয়া ফটোকার্ড করে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীদের সম্মানহানি করা হচ্ছে। এসব মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে এনসিপি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গণমাধ্যমেও মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে আখতার বলেন, যেসব গণমাধ্যম রাজনৈতিক দলের নারীদের নিয়ে মিথ্যাচার করে সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধেও প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করা হবে।
এমএসআই/এমএ