বিএনটির নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরী

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরী। এ কারণে দল কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে না তা জানতে চেয়ে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে শফি আহমেদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

বুধবার (১৬ জুন) বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সাহেল প্রিন্স জানান, দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে ৩ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, শফি আহমেদ দীর্ঘদিন আমেরিকা ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে আসেন। কিন্তু দলের সঙ্গে আলোচনা না করে মঙ্গলবার সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত নির্বাচনে ক্ষমতাসীন দলের কারচুপি ও অনিয়ম এবং নির্বাচনের কমিশনের ব্যর্থতার অভিযোগ এনে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এএইচআর/এমএইচএস