মিছিলে মিছিলে সমাবেশে যোগ দিচ্ছেন সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসে গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে সমমনা আট রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে। ওই সমাবেশে যোগ দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৮ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তোপখানা রোড দিয়ে এসব মিছিল পল্টন মোড়ের দিকে যেতে দেখা যায়।
বিজ্ঞাপন
জামায়াতের নেতাকর্মীদের প্রতীক দাঁড়িপাল্লা সঙ্গে নিয়ে ‘দাঁড়িপাল্লা’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে যেতে দেখা গেছে অনেককে।
বিজ্ঞাপন
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘পীর সাহেব চরমোনাই, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়ে এগিয়ে যেতে দেখা গেছে।
দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে অংশ নিয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর চরমোনাই)। বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।
এমএইচএন/আরএইচটি/এসএসএইচ