দেশে ফেরার বাধা প্রসঙ্গে তারেক রহমানের পোস্ট, যা বললেন মির্জা ফখরুল
নিজের দেশে ফেরা নিয়ে তারেক রহমান ফেসবুক পোস্টে বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের এ পোস্ট নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান সাংবাদিকরা।
বিজ্ঞাপন
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তার দেওয়া স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তিনি নিজেই এ বিষয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তারপর এখানে আর আমার কিছু বলার নেই।
তিনি আরও বলেন, এ নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারব না। কারণ তিনি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ফেসবুকের পোস্টের ব্যাখ্যা এই মুহূর্তে আমি আপনাদের (সাংবাদিক) সামনে দিতে পারব না।
বিজ্ঞাপন
তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আপনি কোনো বাধা দেখেন কি না– জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমি কোনো বাধা দেখি বা না দেখি, এটা জরুরি না। তিনি (তারেক রহমান) যে পোস্ট দিয়েছেন, এটাই ধরে নেন। এটা তার পোস্ট, তার ভাষ্য। আর কোনো ব্যাখ্যা দরকার নেই।
এএইচআর/এসএসএইচ