জাপার আরেক নেতাকে অব্যাহতি
ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাককে। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) জাতীয় পার্টির দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দলের ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে জানতে চাইলে রাজ্জাক খান ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে মোস্তাকুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ২১ জুন প্রার্থিতা প্রত্যাহার করায় কুমিল্লা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
এএইচআর/এসকেডি