চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। 

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় দলটির নেতাকর্মীরা ‘অবৈধ নমিনেশন মানি না, মানব না’ এবং ‘টাকার বিনিময়ে নমিনেশন, মানি না মানব না’ বলে স্লোগান দেয়।

এদিকে, বিএনপি নেতাকর্মীদের অবরোধের কারণে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঠাকুরদিঘী থেকে কেরানিহাট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।

 বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম–১৫ আসনে ‘জনগণের প্রার্থী’ মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা অবিলম্বে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি দাবি জানান।

এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় একই দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এমআর/বিআরইউ