হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও ‘র’ জড়িত : খেলাফত ছাত্র মজলিস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বিক্ষোভ মিছিল থেকে তিনি এ দাবি করেন।
বিজ্ঞাপন
মোল্লা খালিদ সাইফুল্লাহ বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত। আমরা স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি। এই বিচার ব্যবস্থার কারণে খুনি ফয়সাল দুইবার জামিনে বের হয়েছেন। হাদি হত্যার খুনিদের পালাতে বাংলাদেশের যারা সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে। আইন উপদেষ্টাকে বলতে চাই আপনারা লোক দেখানো বিচার ব্যবস্থা বাদ দেন। সালমান এফ রহমানসহ যে সব সন্ত্রাসীরা জেলখানায় আছেন তাদের ফাঁসি দেন তাহলে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে যাবে। নাটক করার জন্য বিদেশে বসে থাকা হাসিনা ও কামালকে ফাঁসি দেন জানেন তাদের আনতে পারবে না। এই লোক দেখানো বিচার বাদ দেন। যারা দেশে আছে তাদের ফাঁসি দেন। ভারতের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আছে। আমরা সেভেন সিস্টার না, দিল্লির লাল কেল্লা দখল করব।
তিনি আরও বলেন, গতকাল রাত থেকে আমাদের মিডিয়ার মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা কিন্তু মিডিয়ার বিরুদ্ধে না। মিডিয়ার সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক। গতকাল রাতে তৌহিদি জনতা ছিল না তারা সবাই ছাত্র-জনতা ছিল।
বিজ্ঞাপন
এমএসি/এমএন