ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে : ইসলামী গণতান্ত্রিক পার্টি
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার মধ্যদিয়ে সরাসরি গণতন্ত্র ও মুক্তমতের ওপর আক্রমণ করা হয়েছে। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের আলোচনায় এই অবস্থান ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও সুবিচারের দাবি জানায় দলটির নেতৃবৃন্দ। পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে দেশের দুই প্রধান সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়।
সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের নেতৃত্বাধীন ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে, রাজনৈতিক কোনো নেতার হত্যাকাণ্ডের বিচার দাবি ও তার মর্যাদার প্রতি মনোযোগ না দিয়ে মুক্তমতের ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে এর পেছনে বাংলাদেশবিরোধী চক্রান্ত রয়েছে।
বিজ্ঞাপন
ইসলামী গণতান্ত্রিক পার্টি আরও মনে করে, দেশকে নতুন করে অস্থির করে তোলার পেছনে ষড়যন্ত্র আছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।
একজন সনাতন ধর্মাবলম্বীকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলার ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করে সভায় বলা হয়, এ ঘটনায় নোবেলজয়ী সরকারপ্রধানের কোনো অবস্থান দেখা যায়নি। তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কাছে আহ্বান জানাচ্ছি— বাংলাদেশকে রক্ষা ও জনগণকে সুষ্ঠু নেতৃত্ব দিয়ে আগামী দিনে শান্তি নিশ্চিত করার জন্য।
আলোচনায় দলের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এএইচআর/এমজে