ঢাকা-১৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন যুবদলের কামরুজ্জামান জুয়েল
ঢাকা-১৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রাশেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল ও শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া শ্রমিকদল নেতা মাসুম।
এ ছাড়া মোহাম্মদপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
নেতারা জানান, ঢাকা–১৩ আসনে বিএনপির গণমানুষের নেতা কামরুজ্জামান জুয়েলই তৃণমূলের প্রত্যাশার প্রতীক এবং তার পক্ষে মাঠে এরইমধ্যে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
এসএএ/জেডএস