পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ নতুন মোড় নিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসন থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার দলের ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে হাসান মামুনের মনোনয়নপত্র সংগ্রহ সেই গুঞ্জনের বিপরীতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহকালে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সরাসরিই বলেন, “নুর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা হাসান মামুনের পক্ষেই থাকব।”

স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে হাসান মামুন জানান, আসন সমঝোতা হলেও যদি তিনি দল থেকে শেষ পর্যন্ত সবুজ সংকেত না পান, তবে স্বতন্ত্র হিসেবেই মাঠে লড়বেন।

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের সব বিধিবিধান বুঝিয়ে দেওয়া হয়েছে।

সোহাইব মাকসুদ নুরনবী/বিআরইউ