শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর কার্যক্রম শুরু করেছে অ্যালায়েন্সটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে ‘শ্রমিকের মর্যাদা, অধিকার ও সুরক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের উদ্দেশ্যে শ্রমিক ইশতেহার’ শীর্ষক ১৫ দফা সুপারিশমালা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশা বিষয়ক এই ‘শ্রমিক ইশতেহার’ পর্যায়ক্রমে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হবে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

অ্যালায়েন্সের নেতারা জানান, বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর করেন অ্যালায়েন্সের আহ্বায়ক নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেসবাহউদ্দীন আহমেদ এবং সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। শ্রমিক ইশতেহার হস্তান্তর সভায় বাংলাদেশের জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর নেতারা ও শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত শ্রমিক অধিকার সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

এসময় অ্যালায়েন্সের নেতারা শ্রমজীবী মানুষের প্রত্যাশা বিষয়ক এই ‘শ্রমিক ইশতেহার’-এর সুপারিশমালা বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব শ্রমিক ইশতেহার প্রণয়নের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এসব সুপারিশ পর্যালোচনাপূর্বক দলীয় নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের সংগঠিত হওয়া এবং শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এএসএস/এসএসএইচ