পরিবেশ রক্ষায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বৃক্ষরোপণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) এক হাজার চারা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের হাতে নারিকেল, মেহগনি, বিভিন্ন জাতের আম, কৃষ্ণচূড়া, জাম, আমলকি, বহেরা, ভিয়েতনামের নারিকেলের এক হাজার চারা দেওয়া হয়। এছাড়াও বুয়েট কর্তৃপক্ষকে আরও ১০০ তালের চারা দেওয়া হবে।

বুয়েটের ভিসি সত্য প্রসাদ মজুমদার বলেন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি যত্রতত্র গাছ না কাটানোর জন্য অনুরোধ করেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের যত উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোর কোয়ালিটি কন্ট্রোল করে বুয়েট। পরিবেশ শুধু একক বিষয় নয়, অনেক কিছু নিয়েই। ওনারা বিশেষজ্ঞ। ওনাদের জায়গা থেকে যদি মানুষকে পরিবেশ উন্নয়নের জন্য আহ্বান জানান তাহলে পরিবেশ আরও সুন্দর হবে। তাড়াতাড়ি পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব হবে।

এইউএ/এসকেডি