খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় আক্রোশ ও প্রতিহিংসা পরিহার করে সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষ্যে দেওয়া এক যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারা এ আহ্বান জানান। 

বিবৃতিতে সর্বস্তরের নেতা-কর্মীর পক্ষে আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এই প্রত্যাশা ব্যক্ত করেন। 

বিবৃতিতে নেতারা বলেন, ‘বড়দিন উপলক্ষ্যে ধর্মীয় সহানুভূতি ও সহনশীলতার মধ্য দিয়ে সবার সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। একই সঙ্গে ক্ষমা, করুণা ও মানবপ্রেমের যে মহৎ বার্তা নিয়ে যিশু খ্রিস্ট আগমন করেছিলেন, সেই বার্তা বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি।’

তারা আরও বলেন, বড়দিন উপলক্ষ্যে অবিচার, সহিংসতা ও নির্মমতা পরিহার করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমঅধিকারের বাংলাদেশ গড়ার শপথ নেওয়া প্রয়োজন।

এমএসআই/এমএসএ