বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন সেখানে যোগ দিচ্ছেন।

বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সীমিত আকারে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। 

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা ঢাকাপোস্টকে বলেন, আমরা আশপাশের সব সড়কে ডাইভারশন দিয়েছি। বর্তমানে ৩০০ ফিট রোডে কোনো গাড়ি চলাচল করছে না।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গোটা দেশে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস আর আগ্রহ দেখা গেছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর ৩০০ ফিট এলাকা। এখানেই তাকে দেওয়া হবে সংবর্ধনা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই সংবর্ধনাস্থলে ঢল নেমেছে নেতাকর্মীদের। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। যদিও দুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে ৩০০ ফিট এলাকায় রাতযাপন করেন।

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া এ যাত্রায় সফরসঙ্গী হয়েছেন এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

ওএফএ/এমএসএ