খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে বড় শূন্যতা তৈরি করেছে : জোনায়েদ সাকি
বেগম খালেদা জিয়ার মৃত্যু বর্তমান রাজনৈতিক অঙ্গনে বড় আকারে শূন্যতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আজ (মঙ্গলবার) ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আমরা তার এই প্রয়াণে গভীরভাবে শোকাহত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জোনায়েদ সাকি বলেন, বেগম খালেদা জিয়া আশির দশকে কঠিন পরিস্থিতিতে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের হাল ধরেছেন এবং জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী নেতৃত্বে ছিলেন। এই লড়াই তিনি এমনভাবে পরিচালনা করেছিলেন, জনগণের বিরাট অংশে তিনি আপসহীন নেত্রী হিসেবে অভিহিত হয়েছিলেন। পরবর্তীকালে দেখেছি তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে তার ভূমিকা বাংলাদেশের মানুষ স্মরণে রাখবে।
তিনি বলেন, বিশেষভাবে ১/১১ সরকারের আমলে তিনি যে দৃঢ় ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আমরা একটা ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেখেছি। তার ওপর নানা ধরনের জুলুম-নির্যাতনসহ তাকে বন্দি করা হয়েছে। এক্ষেত্রে তার যে অসুস্থতা এবং যে অসুস্থতার কারণে আজ তার এই মৃত্যু ত্বরান্বিত হয়েছে, সেই অসুস্থতার দায় নির্যাতকের।
বিজ্ঞাপন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আস্থার প্রতীক। নানা জুলুম-নির্যাতন এবং নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি যে আপসহীন লড়াই চালিয়েছেন, তা-ই ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল প্রেরণা। এই অকুতোভয় নেতৃত্বের কারণে তিনি দেশের আপামর জনসাধারণের কাছে দেশনেত্রী হিসেবে সমাদৃত।
তিনি আরও বলেন, আমরা যখন হাসপাতালে তাকে দেখতে এসেছিলাম, তখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। সেই অবস্থায় ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি আমাদের স্পষ্ট করে বলেছিলেন— আপনারা জনগণের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করুন; দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দিন এবং দেশটাকে বাঁচান। তার সেই সাহসী আহ্বানে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে ছাত্র-জনতা রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে বলে আমরা বিশ্বাস করি। আমরা তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
এমএইচএন/এমজে