স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এবং তেজতুরি বাজার এলাকার বাসিন্দারা।

আজ (শুক্রবার) দুপুরে কারওয়ান বাজার কাজীপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমরা সবাই মুছাব্বির হবো, গুলি খেয়ে মরবো’ এমন নানা স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, বুধবার রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। 

এএসএস/এনএফ