আত্মহত্যা করা সেই দিনমজুরের পরিবারকে অর্থ সহায়তা দিলো বিএনপি
চলমান লকডাউনে কাজ হারিয়ে আত্মহত্যাকারী দিনমজুর দ্বীন ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৬ জুলাই) মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়েরর পক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা দ্বীন ইসলামের স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আত্মহত্যাকারী কর্মহীন দিনমজুর দ্বীন ইসলামের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
৪ জুলাই মুন্সিগঞ্জের মুক্তারপুরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কর্মহীন দ্বীন ইসলাম। লকডাউনে কাজ হারিয়ে সন্তানদের মুখে খাবার দিতে না পারার কষ্ট নিয়ে এই দিনমজুরের আত্মহত্যার ঘটনাটি বেশ আলোড়ন তোলে। পরে তার পরিবারের পাশে দাঁড়ায় জেলা পুলিশ।
বিজ্ঞাপন
এএইচআর/এনএফ