টিকা নিতে বার্তা দিলেন আওয়ামী লীগ নেতা মোস্তফা আশীষ
মোস্তফা আশীষ ইসলাম
ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২টি ইউনিয়নের জনগণকে টিকা নিতে বার্তা দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। শনিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্তায় বলা হয়েছে, ধৈর্য ধরুন ও আস্থা রাখুন, পর্যায়ক্রমে টিকা গ্রহণ করুন। জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বার্তাটি দুই উপজেলার ২২টি ইউনিয়নের ৭৬ হাজার ৩৬১ জনের মোবাইলে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সলুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফুলসারা ইউপি চেয়ারম্যানের টোকেনপ্রাপ্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে। নিবন্ধনকারী সবাইকে টিকা দিতে প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ।
এ প্রসঙ্গে মোস্তফা আশীষ ইসলাম বলেন, টিকা নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে লিপ্ত। এক্ষেত্রে সাধারণ জনগণের মাঝে সঠিক তথ্য পৌঁছাতে পারলে তারা উপকৃত হবে। বিরোধী পক্ষের অপপ্রচার ও গুজব কাজে আসবে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে জেলা কমিটির সদস্য নির্বাচিত করেছেন। আমি আমার মেধা দিয়ে দল ও জনগণের জন্য কাজ করব। আগস্ট মাসে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে ওঠে। এজন্য আমাদের অনেক বেশি সজাগ থাকতে হবে।
এসআর/আরএইচ