করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আসাদ
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
সোমবার (৯ আগস্ট) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আসাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি তাকে দেখতে গিয়েছিলাম, তিনি মোটামুটি সুস্থ আছেন।
বিজ্ঞাপন
আসাদুজ্জামান আসাদের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত জানিয়ে ডা. রফিকুল বলেন, তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দলটির সারাদেশে ৭২০ জনের মতো নেতাকর্মী মারা গেছেন।
বিজ্ঞাপন
এএইচআর/জেডএস