যুবদলের ঢাকা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তরের কমিটিতে শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সদস্য সচিব করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক গোলাম মাওলা শাহিন ও সদস্য সচিব করা হয়েছে খন্দকার এনামুল হক এনামকে।
বিজ্ঞাপন
আগামী সাত দিনের মধ্যে আহ্বায়ক কমিটির নেতাদের বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেওয়ার জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন বলেও জানান কামরুজ্জামান।
এএইচআর/এমএইচএস