কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওই কমিটিতে পদ পাওয়া এক নেতা।
তার নাম রহমাতুল্লাহ রবিন নেহাল। সদ্যঘোষিত কমিটিতে তিনি সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
শনিবার রাত পৌনে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা মা ও নিজের কাছে। এরপর ক্ষমা চাচ্ছি, যে সাহসী তরুণদের স্বপ্ন দেখিয়েছিলাম, তাদের কাছে। আমি কাউন্সিলে কোনো প্রার্থী ছিলাম না। আমাকে কেন্দ্রীয় যে পদে পদায়িত করা হয়েছে, তা আমার অজান্তে করা হয়েছে। তাই আমি উক্ত পদ থেকে অব্যাহতি ঘোষণা করছি। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
এর আগে, রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিন ইয়ামিন মোল্লা এবং আরিফুল ইসলাম আদিব। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোল্যা রহমতুল্লাহ।
এ বিষয়ে সংগঠনটির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব ঢাকা পোস্টকে বলেন, আনুষ্ঠানিকভাবে তার (রহমাতুল্লাহ রবিন নেহাল) পদত্যাগের বিষয়টি আমাদের জানানো হয়নি। পদত্যাগপত্র পেলে আমরা বিষয়টি দেখব। এছাড়া, কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা হলো, পূর্ণাঙ্গ কমিটিও হয়নি। যেকোনো বিষয়ে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব।
এইচআর/আরএইচ