‘দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
‘পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলেছে’- এমনটা মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করবে।
রোববার (২৯ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে জাপা চেয়ারম্যান বলেন, জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বিজ্ঞাপন
শ্রীকৃষ্ণের জন্মদিনের সব আয়োজন সফল, সুন্দর ও আনন্দঘন হোক এই প্রত্যাশা করেন গোলাম মোহাম্মদ কাদের।
জন্মাষ্টমীর এই শুভ লগ্নে তিনি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করেন।
বিজ্ঞাপন
এএইচআর/এমএইচএস