সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১ ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ ৪র্থ ম্যাচে বাংলাদেশ দল ৬ উইকেটে জয়লাভ করেছে। এ জয়ে জাতীয় ক্রিকেটদলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবাইকে অভিনন্দন জানাই। 

বাংলাদেশের ক্রিকেট টিম এ জয়ের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। 

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।

ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ শক্ত অবস্থান তৈরি করলেও সীমিত ওভারের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা নড়বড়ে ছিল বেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবনা বাড়ছিল টাইগারদের। তবে সম্প্রতি এই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের খেলা সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতেছে টাইগাররা। 

এএইচআর/এসএম