প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ, শিক্ষার্থীরা যেতে পারছে না। নতুন করে স্কুল শুরু করা একটি চ্যালেঞ্জের বিষয়। ছোট শিশুরা স্কুল ভুলে গেছে কি না সেটা দেখার বিষয়। তারা যে দীর্ঘদিন স্কুলে যাচ্ছে না, সরকারের উচিৎ ছিল কিভাবে তাদের নতুন করে স্কুলমুখি করা যায় সেই ব্যবস্থা করা। কিন্তু সেটি না করে দ্রুত পিএসসি পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পিইসি পরীক্ষার ফলাফলে আপনারা দেখবেন সরকার এ প্লাস-এর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। কারণ, তারা দেখাতে চায়, করোনার মধ্যেও কত সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। এটাই সরকারের একমাত্র লক্ষ্য। শিক্ষার্থীদের জীবন বাঁচানো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। শিক্ষার্থীরা বলছে পিইসি পরীক্ষার মাধ্যমে তারা দুটি সার্টিফিকেট পাচ্ছে। কিন্তু হারিয়ে ফেলেছে তাদের শৈশব। অভিভাবকদের মতে শিক্ষার্থীরা প্রাইভেট শিক্ষক আর কোচিং করে তাদের ক্লাস ফাইভ আর এইট পাস করে। পিইসি পরীক্ষার ফলে গাইড ব্যবসাও জমজমাট।

তিনি দাবি জানিয়ে বলেন, শিক্ষাব্যবস্থা সচল রাখার জন্য পিইসি পরীক্ষায় এ-প্লাস বাড়িয়ে দেওয়ার যে পাঁয়তারা করছে সরকার এটি বন্ধ করতে হবে। তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ফ্রন্টের সহ-সভাপতি ডা. জয়দিপ ভট্টাচার্য, দফতর সম্পাদক সালমান সিদ্দিকী, প্রচার সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সঞ্জয় কান্ত দাস প্রমুখ।

এমএইচএন/এনএফ