নির্বাচন থেকে সরে যাওয়ায় এবার জাপা নেতা নুরুলকে বহিষ্কার
যশোর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে যাওয়ায় যশোর জেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিনকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
খন্দকার দেলোয়ার বলেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারা মোতাবেক জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
জাপার সূত্র জানায়, নুরুল আমিনকে যশোর উপজেলা পরিষদে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দলকে না জানিয়ে আর্থিক সুবিধা নিয়ে নির্বাচন থেকে সরে পড়েন। এ জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গতকাল (শনিবার) কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফর রেজা খোকনকে।
এএইচআর/ওএফ