কমরেড মেহেদী বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ার পুরোধা ব্যক্তি ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা। তিনি বলেছেন, শুধু তাই নয়, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর নিয়ে বিদেশি চক্রান্তের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা কমরেড মেহেদী ছিলেন মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ। কখনও কোনো ক্ষমতার মোহে নিজেকে আবদ্ধ করেননি তিনি।

সোমবার (১১ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল হক মেহেদীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ মঞ্চ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা বলেন, দেশপ্রেমিক রাজনীতিক ও গরিব মুক্তি আন্দোলনের নেতা কমরেড নুরুল হক মেহেদী আজীবন দুর্নীতি আর কালো টাকার বিরুদ্ধে লড়াই করেছেন। জমিদার পরিবারের একজন সন্তান সারাটা জীবন কাটিয়ে দিলেন একটি শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের মাধ্যমে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমরেড মেহেদীর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণীয় নয়। তার চলে যাওয়ায় আমরা হারিয়েছি একজন অভিভাবককে। খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন লড়াকু সৈনিক ছিলেন তিনি।

দেশের সব স্বৈরাচারবিরোধী আন্দোলনেও কমরেড মেহেদী সক্রিয় ভূমিকা পালন করেছেন উল্লেখ করে বক্তারা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তার সোচ্চার ভূমিকা আজকের প্রজন্মকে লড়াই-সংগ্রামে অনুপ্রাণিত করবে।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা প্রমুখ।

এএইচআর/এসএসএইচ